adimage

১৪ নভেম্বর ২০১৯
বিকাল ১০:৩৫, বৃহস্পতিবার

ইসলামী ব্যাংক ও গ্রেস ২১ হোটেল এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট  07:29 PM, মে ১৯ ২০১৮   Posted in : অর্থ ও বাণিজ্য ব্যাংক-বীমা    

ইসলামীব্যাংকওগ্রেস২১হোটেলএরমধ্যেচুক্তিস্বাক্ষর

ঢাকা, ২০ মে : গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে গ্রেস ২১ হোটেলের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইসলামী ব্যাংক। গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া ও গ্রেস ২১ এর মহাব্যবস্থাপক নাসিমুল গনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

এই চুক্তির মাধ্যমে ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ও খিদমাহ কার্ড গ্রাহকগণ হোটেলটিতে বিভিন্ন সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষরের সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউভি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মোহাম্মদ কায়সার আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, গ্রেস ২১ এর প্রধান বিপনণ কর্মকর্তা টিকলু কুমার বড়ুয়াসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।   

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul