adimage

১৭ নভেম্বর ২০১৯
সকাল ১০:৫০, রবিবার

ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

আপডেট  02:29 PM, Jul ২৩ ২০১৮   Posted in : অর্থ ও বাণিজ্য ব্যাংক-বীমা    

ইসলামীব্যাংকেরময়মনসিংহজোনেরব্যবসায়উন্নয়নসম্মেলন

ঢাকা, ২৩ জুলাই : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও মো. কায়ছার আলী।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান ড. মুহাম্মদ সোলায়মান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় ময়মনিসিংহ জোনের ১৯টি শাখার শাখা প্রধানসহ কর্মকর্তারা ও জোনাল আফিসের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul