adimage

১৯ মার্চ ২০১৮
বিকাল ০৪:৪৭, সোমবার

নবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ‘আমরা ক’জন’ আয়োজিত বিচিত্রানুষ্ঠান

আপডেট  03:47 PM, ডিসেম্বর ১৭ ২০১৭   Posted in : অর্থ ও বাণিজ্য বিনোদন কৌতুক    

নবাবগঞ্জেবিজয়দিবসউপলক্ষে‘আমরাক’জন’আয়োজিতবিচিত্রানুষ্ঠান

প্রিয় বাংলা অনলাইন:
নবাবগঞ্জের নতুন বান্দুরায় বিজয় দিবস উপলক্ষে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়। “আমরা ক’জন” নামে একটি সামাজিক সংগঠন মীর বাড়ি সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। এবার সাফল্যের ২১ বছর উদযাপন করেন সংগঠনটি।

বিচিত্রানুষ্ঠান উপলক্ষে বান্দুরাসহ আশেপাশের এলাকায় আনন্দ উৎসব দেখা যায়। সন্ধ্যায় পূর্বেই লোকেলোকারণ্য হয়ে উঠে পুরো অনুষ্ঠানস্থল।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম, আওয়াল হোসেন, মীর খোকন, পলাশ সূত্রধর, সভাপতি মো. মামুন, সহ-সভাপতি মীর নাহিদ বাবু, সাধারণ সম্পাদক রাশেদ অপু, সদস্য শাকিল , মো. জাহিদ, সীমান্ত, সাগর, সৌরভ, প্রমূখ।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul