adimage

১৯ মার্চ ২০১৮
বিকাল ০৪:৫১, সোমবার

মিশরে মুরসিপন্থীদের রকেট হামলা, ২ কর্নেলসহ নিহত ৭ সেনা

আপডেট  03:29 AM, ডিসেম্বর ২৯ ২০১৭   Posted in : আন্তর্জাতিক    

মিশরেমুরসিপন্থীদেররকেটহামলা,২কর্নেলসহনিহত৭সেনা

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ ডিসেম্বর : মিশরের সিনাই অঞ্চলে সাবকে প্রেসিডেস্ট মোহাম্মদ মুরসিপন্থীদের রকেট হামলায় দুই কর্নেলসহ অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। এসময় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির আল আরিশ এবং আল আবদ শহরের সংযোগ সড়কে টহল দেয়ার সময় একটি সামরিক যানের ওপর এ হামলা চালানো হয়।

দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে কর্নেল আহমদে আল-কাফরাভি এবং কর্নেল মুহাম্মদ আল-বাশির নামের দুই জন সামরিক কর্মকর্তাও রয়েছেন।

২০১৩ সালে মিশরের প্রথম গণতান্ত্রিক সরকার প্রধান মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। মুরসিপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে দমনে সিনাই অঞ্চলেনিয়মিত অভিযান চালিয়ে আসছে সিসি সরকার।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul