আন্তর্জাতিক ডেস্ক, ২৯ ডিসেম্বর : মিশরে এক গির্জায় বন্ধুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। গির্জাটি মিশরের রাজধানী কাইরোর নিকটবর্তী এলাকায় অবস্থিত। স্বাস্থ্য মন্ত্রণলায়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আলজাজিরা।
খবরে বলা হয়, হামলাকারী শুক্রবার কাইরোর দক্ষিণে অবস্থিত হেলওয়ান শহরের মারমিনা চার্চে এই হামলা চালায়। হামলাকারী গির্জায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে ৫ নিরাপত্তা কর্মীকে আহত করে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারায় ওই হামলাকারী।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, হতাহতের মধ্যে পুলিশ কর্মীও ছিল। পাশাপাশি দ্বিতীয় একজন হামলাকারীও ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো দল হামলার দ্বায় স্বীকার করেনি।
Comments
এই পেইজের আরও খবর