adimage

২৩ এপ্রিল ২০১৮
বিকাল ০৭:৪১, সোমবার

ইতালিতে টাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

আপডেট  08:01 PM, জানুয়ারী ০২ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

ইতালিতেটাক-প্রাইভেটকারমুখোমুখিসংঘর্ষ,নিহত৬

আন্তর্জাতিক ডেস্ক, ৩ জানুয়ারি : উত্তর ইতালিতে বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহত পাঁচজন প্রাইভেটকারের আরোহী এবং অন্যজন ট্রাকচালক। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

মঙ্গলবার সকালের দিকে ব্রেসসিয়া ২১এ জাতীয় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

দ্য ওয়াশিংটন পোস্ট অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে জানিয়েছে, ইতালির ব্রেসসিয়ার জাতীয় সড়কে বালুভর্তি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাশাপাশি আসা অন্য একটি তেলবাহী ট্যাংকারেও আঘাত লাগে।

এতে করে ট্যাংকারে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ উপস্থিত হয়েছে।

কর্তৃপক্ষ এখনো জানতে পারেনি ওই ট্যাংকারে কোন ধরনের তরল পদার্থ ছিল।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul