adimage

২৭ মে ২০১৮
সকাল ০৭:৩২, রবিবার

ভারতের সিনেমা হলে জাতীয় সংগীত উঠে গেল

আপডেট  07:52 PM, জানুয়ারী ০৯ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

ভারতেরসিনেমাহলেজাতীয়সংগীতউঠেগেল

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জানুয়ারি : ভারতের সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর বাধ্যবাধকতা তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এ আইন নিয়ে চলা দীর্ঘদিনের বিতর্কের প্রেক্ষাপটে সরকারকে গাইড লাইন তৈরি করতে বলা হয়েছিল।

মোদির কেন্দ্রীয় সরকার বাধ্যবাধকতা তুলে নেয়ার পক্ষে অবস্থান নেয়ার একদিনের মাথায় মঙ্গলবার সুপ্রিমকোর্ট সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর বাধ্যবাধকতা তুলে নেন। ২০১৬ সালের এক নির্দেশনায় সর্বোচ্চ আদালত থেকেই ওই বাধ্যবাধকতা জারি করা হয়েছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

২০১৬ সালে, ৩০ নভেম্বর এক নির্দেশে সুপ্রিমকোর্ট জানান, দেশের সমস্ত সিনেমা হলে সিনেমা শুরুর আগে বাজাতে হবে জাতীয় সংগীত। উপস্থিত সব দর্শককে উঠে দাঁড়াতে হবে জাতীয় সঙ্গীতের সম্মানে।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, এর মধ্য দিয়ে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগ্রত হবে। যদিও এর পরে এ নির্দেশের কিছু পরিবর্তনের ইঙ্গিত দেন চিফ জাস্টিস দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ। এবার নতুন নির্দেশনায় বলা হয়েছে, সিনেমা হলে জাতীয় সংগীত বাজাতে হলে বিশেষ ব্যতিক্রম ছাড়া সবাইকে উঠে দাঁড়াতে হবে।

তবে বাজানোর বাধ্যবাধকতা থাকবে না। জাতীয়তাবোধ প্রসঙ্গ নিয়ে জাতীয় সংগীত ইস্যুতে বেশ কিছু বিতর্কের প্রেক্ষাপটে কিছুদিন আগে সিনেমা হলে তা বাজানোর প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেয়ার কথা বলেন দেশটির শীর্ষ আদালত। তারপরই নড়েচড়ে বসে নয়াদিল্লি।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul