adimage

২২ নভেম্বর ২০১৯
সকাল ০৬:৫৪, শুক্রবার

সিরিয়া শরণার্থী ক্যাম্পে ইফতারের সময় হামলায় নিহত ১০

আপডেট  07:24 AM, মে ১৭ ২০১৯   Posted in : আন্তর্জাতিক    

সিরিয়াশরণার্থীক্যাম্পেইফতারেরসময়হামলায়নিহত১০

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ মে : সিরিয়ার আলেপ্পো শহরের নিকটবর্তী ফিলিস্তিনি শরণার্থীদের নীরব নামক ক্যাম্পে ইফতারের সময় একটি রকেট হামলায় কমপক্ষে ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে জাতিসংঘ এ তথ্য জানায়। খবর ডেইলি সাবাহ।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএনআরডাব্লিউএ এর বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার আলেপ্পোর ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে পরিবারের সদস্যরা যখন ইফতারের জন্য সমবেত হয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়।

নীরব নামক এই ক্যাম্পে অনেক শরণার্থী ছিলেন। এ হামলায় চার শিশুসহ ১০ জন বেসামরিক লোক নিহত হন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে বিবৃতিতে জানানো হয়।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul