adimage

২২ নভেম্বর ২০১৯
সকাল ০৬:২৪, শুক্রবার

৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড কুয়েতে!

আপডেট  01:40 AM, Jun ১৫ ২০১৯   Posted in : আন্তর্জাতিক    

৬৩ডিগ্রিসেলসিয়াসতাপমাত্রারেকর্ডকুয়েতে!

আন্তর্জাতিক ডেস্ক, ১৫ জুন : সারা বিশ্ব জুড়েই চলছে উষ্ণায়ন। এর মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম গালফ নিউজ দাবি করেছে, গত সপ্তাহের ৮ জুন তাপমাত্রার বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে কুয়েতে। এদিন সেখানকার তাপমাত্রা পৌছে গিয়েছিল ৬৩ ডিগ্রি সেলসিয়াসে! খবরে বলা হয়, যদি তা সত্যি হয়, তবে ইতিহাসে পৃথিবীর বুকে সেটিই হবে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে পৃথিবীতে নথিভুক্ত থাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯১৩ সালের ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার ফিউর্যান্স ক্রিক রাঞ্চ উপত্যকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

বিভিন্ন অঞ্চলে যে তাপমাত্রা নথিভুক্ত হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে তা খতিয়ে দেখে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। লিবিয়ার এল আজিজিয়া অঞ্চলে ১৯২২ সালের ১৩ সেপ্টেম্বরের রেকর্ড তাপমাত্রা উঠেছিল ৫৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রায় নয় দশক পর ২০১১ সালে তাপমাত্রা পরিমাপে ত্রুটির কারণ দেখিয়ে তা নাকচ করে দেয় ডব্লিউএমও। ফলে সরকারি ভাবে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ওই ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

কুয়েতের আবহাওয়া কর্তৃপক্ষ দাবি করেছে দিনে ৬৩ ডিগ্রি তাপমাত্রা ওঠার পর সূর্যাস্তের পর তা কমে দাঁড়িয়েছিল ৫৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বলছে এখনও পর্যন্ত বিষয়টি নিশ্চিত হতে পারেনি ডব্লিউএমও। ভারতে ২০১৬ সালের ১৯ মে রাজস্থানের ফালোডিতে তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রিতে যা দেশটিতে এখনো পর্যন্ত সর্বোচ্চ। খবর এনডিটিভির।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul