adimage

২২ মে ২০১৮
সকাল ০৪:৪৬, মঙ্গলবার

মালিতে মাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ২৪

আপডেট  04:01 AM, জানুয়ারী ২৬ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

মালিতেমাইনবিস্ফোরণেশিশুসহনিহত২৪

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ জানুয়ারি : মালিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে চার শিশুসহ ২৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত শহর বনি থেকে নয় কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি যাত্রীবাহী গাড়ি ল্যান্ডমাইনের ওপর এসে পড়লে তা বিস্ফোরিত হয়। এতে ওই গাড়িতে অবস্থানরত সবারই মৃত্যু হয়। নিহতেরা সবাই সাধারণ নাগরিক। এদের মধ্যে ৪ শিশু ও তাদের মায়েরাও ছিল বলে জানা গেছে।  

মালির নিরাপত্তাবাহিনী একটি বিবৃতিতে জানায়, কয়েক বছর আগে এ অঞ্চলের সক্রিয় জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষের মনে ভীতি ছড়িয়ে দিতে এসব ল্যান্ডমাইন স্থাপন করে।

২০১২ সালে জঙ্গি সংগঠন আল-কায়দা ও এর সঙ্গে সম্পৃক্ত কিছু সন্ত্রাসবাদীরা মালির উত্তরাঞ্চল দখল করে। সন্ত্রাসবাদীদের উত্থানকে কেন্দ্র করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০১৩ সালে দেশটিতে শান্তিরক্ষা মিশন পরিচালনা শুরু করে জাতিসংঘ।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul