adimage

১৭ অক্টোবর ২০১৮
সকাল ০৩:১৩, বুধবার

ভারত সফরে আগ্রহী মালালা

আপডেট  09:44 AM, জানুয়ারী ৩১ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

ভারতসফরেআগ্রহীমালালা

আন্তর্জাতিক ডেস্ক, ৩১ জানুয়ারি : ভারতীয় মেয়েদের জন্যে কাজ করতে চান মালালা ইউসুফজাই। এজন্য ভারত সফরে যেতে চান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণকালে এ আগ্রহের কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা।
 
জাতিসংঘের শান্তিদূত হিসেবে নিয়োজিত মালালার মতে, ভারত আর পাকিস্তানে মেয়েদের সমস্যা মোটামুটি একই রকম। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেসব সমস্যা সম্পর্কে জানা ও সমাধানের পথ খোঁজার ইচ্ছা রয়েছে তার। তিনি জানান, ভারতীয় সিনেমা দেখে অনেক কিছু জেনেছেন তিনি। হিন্দিও শিখেছেন।
 
তিনি বিশ্বাস করেন, পরস্পরের সংস্কৃতি ও মূল্যবোধ থেকে দুই দেশেরই শেখার আছে। মালালা বলেন, ভারত আর পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হলে দুই দেশের মেয়েদের গুরুত্ব দিতে হবে। লাখ লাখ মেয়েকে শিক্ষা থেকে দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব নয়।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul