adimage

১৪ নভেম্বর ২০১৯
সকাল ১০:৪৬, বৃহস্পতিবার

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

আপডেট  02:14 AM, সেপ্টেম্বর ১১ ২০১৯   Posted in : আন্তর্জাতিক    

কারবালায়তাজিয়ামিছিলেপদদলিতহয়ে৩১জনেরমৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ১১ সেপ্টেম্বর : ইরাকের কারবালা শহরে আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

মঙ্গলবার ইমাম হোসেনের (রা.) মাজারের কাছে একটি রাস্তা ধসে পড়ার পর আতঙ্কগ্রস্থ লোকজন ছোটাছুটি শুরু করলে হতাহতের এ ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সাম্প্রতিক ইতিহাসে ভয়াবহ এই হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।

আল জাজিরা জানায়, মঙ্গলবার কালো কাপড় পরা শিয়া মুসুল্লিরা রক্তলাল হরফে ইমাম হোসেনের নাম লেখা কালো নিশান হাতে প্রতিবছরের মতো কারবালার ইমাম হোসেনের মাজারে যাচ্ছিলেন। এ সময় একটি ওয়াকওয়ে ধসে পড়লে আতঙ্ক তৈরি হয়। এ সময় ছুটোছুটি শুরু হলে পদদলনের ঘটনা ঘটে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কারবালা শহর। হযরত মোহাম্মদ (সা:) এর দৌহিত্র ইমাম হোসেনের শাহাদত দিবস স্মরণে প্রতিবছর লাখো শিয়া মুসলমান কারবালায় জড়ো হয়ে তাজিয়া মিছিলে যোগ দেন। এছাড়া বাগদাদ, নাজাফ ও বসরা শহরেও একই ধরনের মিছিলের আয়োজন করা হয়।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul