adimage

২৪ ফেব্রুয়ারী ২০১৯
সকাল ০৩:৩২, রবিবার

ফিদেল কাস্ত্রোর ছেলের আত্মহত্যা

আপডেট  10:25 AM, ফেব্রুয়ারী ০২ ২০১৮   Posted in : আন্তর্জাতিক    

ফিদেলকাস্ত্রোরছেলেরআত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ২ ফেব্রুয়ারি : কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে আত্মহত্যা করেছেন। তাঁর নাম ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো দি আজ-বালার্ত। ফিদেলিতো নামে তিনি পরিচিত ছিলেন।

কিউবার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, ফিদেলিতো হতাশায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাভানায় তিনি আত্মহত্যা করেন। কিউবার সরকারি সংবাদপত্র গ্রানমা বলছে, বেশ কয়েক মাস ধরে ফিদেলিতোর চিকিৎসা চলছিল।

সাবেক সোভিয়েত ইউনিয়নে পরমাণু পদার্থবিদ হিসেবে কাজ করতেন কাস্ত্রোর ছেলে। তিনি কিউবান কাউন্সিল অফ স্টেটের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন। একই সঙ্গে তিনি কিউবার অ্যাকাডেমি অফ সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ফিদেলিতোর লেখা বেশ কয়েকটি বই রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজের দেশের প্রতিনিধিত্ব করতেন।

পরিবার ফিদেল কাস্ত্রোর শেষকৃত্যের আয়োজন করবে। সেটা কীভাবে হবে, এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১৬ সালের নভেম্বর মাসে ফিদেল কাস্ত্রো মারা যান।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul