adimage

২৪ এপ্রিল ২০১৮
সকাল ০১:৩৪, মঙ্গলবার

লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক ফুটবলার

আপডেট  03:17 PM, ডিসেম্বর ২৯ ২০১৭   Posted in : স্পোর্টস    

লাইবেরিয়ারপ্রেসিডেন্টনির্বাচিতহলেনসাবেকফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ ডিসেম্বর : লাইবেরিয়ার ফটুবলার জর্জ উইয়াহ (৫১)। একটা সময়ে ফুটবল মাঠ মাতিয়ে দেশের মানুষের মন জয় করেছিলেন খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর জর্জ জড়িয়ে যান রাজনীতিতে। লাইবেরিয়ার সাবেক এই তারকা ফুটবলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। ৬১.৫% ভোট পেয়ে মূল প্রতিদ্বন্দ্বি জোসেফ বোয়াকাইকে পেছনে ফেলেছেন উইয়াহ। দীর্ঘ ১২ বছর লাইবেরিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বোয়াকাই।
 
বৃহস্পতিবার দেশটির প্রধান নির্বাচন কমিশনার জেরমে করকইয়াহ বলেন, উইয়াহ আগামি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন। এটি হল দুটি ভয়াবহ গৃহযুদ্ধসহ ১৯৪৪ সালের পর গণতন্ত্রের পথে উত্তরণের প্রথম ধাপ।
 
লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট কাস্ট হয়েছে ৯৮.১০ শতাংশ। উইয়াহ ৬১.৫% ও বোয়াকাই পেয়েছেন ৩৮.৫% ভোট পেয়েছেন।
 
এদিকে রাজধানী মনরোভিয়াতে বিজয়োল্লাসে মেতেছেন উইয়াহ’র লাখো সমর্থক। তারা আতশবাজি ফুটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে উইয়াহর বিজয় উদযাপন করছে।
 
উইয়াহ একসময়ে ফিফার বর্ষসেরা ফুটবলারও ছিলেন। ১৯৯০ সালে তিনি প্যারিস সেন্ট জার্মেই, এসি মিলানের হয়ে মাঠ কাঁপিয়েছেন। নেলসন ম্যান্ডেলা তাকে ‘আফ্রিকার গর্ব’ উপাধিও দিয়েছিল সেসময়। ফুটবল থেকে অবসরে যাওয়ার পর ২০০২ সালে রাজনীতিতে পা রাখেন তিনি। ছিলেন সিনেটর। গেল অক্টোবরে নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণেও এগিয়ে ছিলেন সাবেক এই ফুটবলার। -গার্ডিয়ান।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul