adimage

১৪ নভেম্বর ২০১৯
বিকাল ১০:৩৪, বৃহস্পতিবার

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট  03:22 AM, মে ১৮ ২০১৮   Posted in : চট্টগ্রাম    

চট্টগ্রামের‌্যাবেরসঙ্গেবন্দুকযুদ্ধে২মাদকব্যবসায়ীনিহত

চট্টগ্রাম, ১৮ মে : বন্দর নগরী চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। নগরীর রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে সেখানে অভিযানে গিয়েছিল তার বাহিনীর একটি দল। এসময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
 
র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থলে দুইজনকে মৃতবস্থায় পাওয়া যায়। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর।
 
নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে থাকতে দেখা গেছে। অন্য জনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও পড়ে ছিল বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul