adimage

১৭ নভেম্বর ২০১৯
সকাল ১১:৫০, রবিবার

পুলিশের ধাওয়া খেয়ে বাসচাপায় সিএনজি, নিহত ৬

আপডেট  04:30 PM, অগাস্ট ২৪ ২০১৮   Posted in : চট্টগ্রাম    

পুলিশেরধাওয়াখেয়েবাসচাপায়সিএনজি,নিহত৬

ফেনী, ২৪ আগস্ট : ফেনীতে শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই নারী ও চার পুরুষ রয়েছেন।
 
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে তিনজনের খবর নিশ্চিত হওয়া গেলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়ায়। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের একটি সিএনজিচালিত অটোরিকশাকে মহাসড়কের ভাঙ্গাতাকিয়া এলাকায় পুলিশ ধাওয়া করলে গ্রামীণ সড়কে প্রবেশ করতে অটোরিকশাটি মোড় নিলে উল্টোদিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাস এটিকে চাপা দেয়। এতে ৬ জন নিহত হন।

ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেমুয়ার ভাঙ্গাতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ৬ জন নিহত হয়েছেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul