adimage

১৯ নভেম্বর ২০১৯
সকাল ০৯:৩৮, মঙ্গলবার

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

আপডেট  07:16 AM, ডিসেম্বর ২৯ ২০১৮   Posted in : চট্টগ্রাম    

চট্টগ্রামেরকোরিয়ানইপিজেডেসড়কদুর্ঘটনায়৩শ্রমিকনিহত

চট্টগ্রাম, ২৯ ডিসেম্বর : চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের গেটে পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাসে নিয়ন্ত্রণ হারানো অন্য একটি বাস ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। 

আজ শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার জানান, মো. লতিফ (৫০) নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। তিনি বরিশালের বাসিন্দা। নিহত অন্য দুইজন সুলতানা রাজিয়া (৩৫) ও মো. ইরফানের (২৭) বাড়ি চট্টগ্রামেই।

জানা গেছে, কোরিয়ান ইপিজেডের ভেতরে সকাল ৮টার দিকে শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাস ও দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে মারা যান দুইজন। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul