adimage

২৪ অগাস্ট ২০১৯
সকাল ১০:৪৫, শনিবার

মালয়েশিয়া যাওয়ার পথে আটক ৫৮ রোহিঙ্গা

আপডেট  04:40 AM, মে ৩১ ২০১৯   Posted in : চট্টগ্রাম    

মালয়েশিয়াযাওয়ারপথেআটক৫৮রোহিঙ্গা

কক্সবাজার, ৩১ মে : কক্সবাজারের টেকনাফসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে শিশু ও নারীসহ মালয়েশিয়াগামী ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এ সময় ট্রলারসহ পাচারে জড়িত দুই দালালকেও আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সাগরে অভিযান চালিয়ে ওই রোহিঙ্গাদের আটক করা হয়। এদের মধ্যে ১০ শিশু, ২৮ নারী ও ২০ পুরুষ রয়েছে।

আটক দুই দালাল হলেন- টেকনাফের নাইট্যংপাড়ার রুবেল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওমর ফারুক।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জোসেল রানা বলেন, ‘রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সেন্টমার্টিন অংশের সাগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫৮ রোহিঙ্গা ও দুই দালালকে আটক করে কোস্টগার্ড।’

দালালসহ উদ্ধার করা রোহিঙ্গাদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul