adimage

২৪ এপ্রিল ২০১৮
সকাল ০১:৩৩, মঙ্গলবার

নবাবগঞ্জে ইছামতি নদীতে ডুবে কুনাল কুন্ডু নামে এক ভারতীয় নাগরিক নিখোঁজ

আপডেট  10:51 AM, ডিসেম্বর ০১ ২০১৭   Posted in : জাতীয় কৌতুক    

নবাবগঞ্জেইছামতিনদীতেডুবেকুনালকুন্ডুনামেএকভারতীয়নাগরিকনিখোঁজ

প্রিয় বাংলা অনলাইন:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে ডুবে কুনাল কুন্ডু (২৪) নামে এক ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কলাকোপা পোদ্দার বাজার খেয়াঘাটে গোসল করতে গিয়ে সে নদীতে ডুবে যায়। কুনাল সাঁতার জানতো না বলে জানা গেছে। 
জানা যায়, শুক্রবার দুপুরে একইসঙ্গে নদীতে গোসল করতে নামেন ভারতীয় নাগরিক কুনাল কুন্ডু (২৪) ও বিশ্বজিৎ সাহা (২৫)। তাদের মামা বাড়ি নবাবগঞ্জ উপজেলার কলাকোপা রাজারামপুরে বেড়াতে এসেছিল তারা। নিখোঁজ যুবক কুনাল কুন্ডু ভারতের কলকাতার শিয়ালদহ রেল স্টেশন সংলগ্ন বেলেঘাটা এলাকার বাসুদেব কুন্ডুর ছেলে বলে জানা গেছে। 
বিশ্বজিৎ সাহা জানায়, গত ২৬ নভেম্বর ১ মাসের ভ্রমন ভিসায় আমার মা, কুনাল, কুশল ও আমি কলাকোপা রাজারামপুরে বেড়াতে আসি। ওরা দুজন আমার খুব কাছের বন্ধু। কুনাল ও কুশল নিকট আত্মীয়। আজ দুপুর সাড়ে ১ টার দিকে তিন বন্ধু মিলে ইছামতি নদীর পোদ্দার বাজার ঘাটে গোসল করতে নামে। এসময় নদীর পানি জোয়ার শেষে ভাটার টানে নামছিল। গোসলের এক সময়ে কুনাল ভাটির টানে পানিতে ডুবে যায়। আমাদের দু’জনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও কুনালকে উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থলে ছুটে আসেন এবং ডুবুরি দলকে খবর দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul