adimage

২৩ সেপ্টেম্বর ২০১৯
বিকাল ০৭:১৮, সোমবার

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রওশন আরা নিহত

আপডেট  04:37 AM, মে ০৬ ২০১৯   Posted in : জাতীয় প্রবাস বাংলা    

কঙ্গোতেসড়কদুর্ঘটনায়অতিরিক্তআইজিপিরওশনআরানিহত

ঢাকা, ৬ মে : কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রওশন আরা বেগম নিহত হয়েছেন। তিনি কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। এ সময় পুলিশের এসপি (কমান্ডার) ফারজানা ও গাড়িচালক আহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) বেলুলুর রহমান বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, দেশটির কিনশাসা নামক স্থানে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি লরির সঙ্গে ধাক্কা লেগে রওশন আরা বেগম নিহত হন।

এ সময় রওশন আরা বেগমকে বহনকারী গাড়ির চালকসহ বাকি দুইজন আহত হন। আহতদের মধ্যে পুলিশের এসপি (কমান্ডার) ফারজানাও রয়েছেন। -ইত্তেফাক

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul