adimage

২২ মে ২০১৮
সকাল ০৪:৪৪, মঙ্গলবার

বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানায় কুমিল্লা প্রবাসীদের নিন্দা

আপডেট  06:34 AM, জানুয়ারী ১৫ ২০১৮   Posted in : প্রবাস বাংলা    

বাংলাদেশপ্রতিদিনসম্পাদকেরবিরুদ্ধেপরোয়ানায়কুমিল্লাপ্রবাসীদেরনিন্দা

ঢাকা, ১৫ জানুয়ারিবরেণ্য সাংবাদিক, বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর টিভি ও রেডিও ক্যাপিট্যাল এফএম এর সিইও নঈম নিজামের বিরুদ্ধে আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানা জারি করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর নিজ জন্মস্থান কুমিল্লার মালয়েশিয়াস্থ প্রবাসীরা।  

রবিবার রাতে কুয়ালালামপুর বুকিত বিন্তাং একটি হোটেলের হল রুমে এক ঘরোয়া সভায় তারা এই প্রতিবাদ জানান।

এসময় তারা বলেন, 'বৃহত্তর কুমিল্লাবাসীর গর্ব, সাংবাদিক সমাজের অহংকার, বাংলাদেশের বরেণ্য সম্পাদক, লেখক ও কলামিস্ট সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে এরকম মিথ্যা, বানোয়াট, সাজানো মামলায় আদালত কর্তৃক পরোয়ানা জারিতে আমরা বিস্মিত হয়েছি । আমরা এই সাজানো মামলা থেকে নঈম নিজামকে অব্যাহতি দানের জন্য মহামান্য আদালতের কাছে আবেদন জানাই।'

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা নাঙ্গলকোটের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ ওহিদুর রহমান ওহিদ, মোঃ নূর মোহাম্মদ ভুঁইয়া, বৃহত্তর কুমিল্লার মোঃ শফিক চৌধুরী, মাসুদ রানা, হুমায়ুন কবির আমির, কবি আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার রায়হানসহ বৃহত্তর কুমিল্লার বিপুল সংখ্যাক প্রবাসী ।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul