adimage

২৫ সেপ্টেম্বর ২০১৮
বিকাল ০১:০৮, মঙ্গলবার

চোখের জলে শ্রীদেবীকে বিদায়

আপডেট  10:49 AM, ফেব্রুয়ারী ২৮ ২০১৮   Posted in : বিনোদন    

চোখেরজলেশ্রীদেবীকেবিদায়

বিনোদন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি : বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মরদেহবাহী গাড়ি ভারতের মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে ভিলে পারলে শ্মশানের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বুধবার সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

মরদেহ শেষ যাত্রায় বের হওয়ার আগে কান্নায় ভেঙে পড়েন শ্রীদেবীর অগণিত ভক্ত। চোখ ছলছল করে ওঠে বলিউড সেলিব্রিটিদেরও।

মুম্বইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে মা শ্রীদেবীকে শেষ দেখা দেখতে বাবা বনি কাপুরের সঙ্গে উপস্থিত হন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরও। এসময় তারাও কান্নায় ভেঙে পড়েন।

জানা যায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে শ্রীদেবীর শেষকৃত্য। শেষ যাত্রায় শ্রীদেবীকে সাদা রঙে মুড়ে ফেলা হলেও, তাকে কাঞ্জিভরম দিয়ে সাজানো হয়।

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে আত্মীয়-স্বজনের পাশাপাশি বলিউড তারকা ও অসংখ্য অনুরাগীও উপস্থিত হন। শেষ যাত্রায়ও তাদের সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন বলিউডের প্রথম ‘ফিমেল সুপারস্টার’।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul