adimage

২৩ এপ্রিল ২০১৮
বিকাল ০৭:৩৮, সোমবার

থার্টি ফার্স্ট নাইটে যে চমক দিচ্ছেন পুনম

আপডেট  02:58 PM, ডিসেম্বর ২৯ ২০১৭   Posted in : বিনোদন    

থার্টিফার্স্টনাইটেযেচমকদিচ্ছেনপুনম

বিনোদন ডেস্ক, ২৯ ডিসেম্বর : ক্রিসমাস সেলিব্রেশনের নেটদুনিয়ার উষ্ণতা বাড়িয়েছিলেন পুনম পাণ্ডে। আর এবার বর্ষবরণেও তার পরিকল্পনা একইরকম। নয়া ভিডিও ফ্যানদের উপহার দিতে এরই মধ্যে রিহার্সালও শুরু করেছেন তিনি। সে ভিডিওই আপাতত ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

এর আগে, ২০১৬ সালের বড় দিনে ‘জিঙ্গেল বুবস’ শিরোনামের একটি ভিডিও মুক্তি দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি। তারই জের ধরে পুনম জানান, পুরনো ভিডিওর কথা মনে আছে? এবারও কি এরকম একটা ভিডিও হবে?

প্রতিক্রিয়ায় ফ্যানরা নতুন ভিডিওর আবদার জানাতে থাকেন। কথা রেখেছিলেন পুনম। যথারীতি এবারও সাহসী ও বোল্ড তিনি।

আর বড়দিনের পর এবার পুনমের বর্ষবরণের ভিডিও নিয়েও আগ্রহ তুঙ্গে। টিজারে দেখা যাচ্ছে ‘বিড়ি জ্বালাইলে’ গানে নাচের রিহার্সাল করছেন তিনি।

আপাতত ইনস্টাগ্রামের সে ভিডিও দেখেই আঁচ পাওয়া যাচ্ছে নিউ ইয়ারটা কতটা স্পেশাল করে রাখতে চান পুনম। ভক্তদের এক কথায় জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইটে চমক আসছে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul