adimage

২৩ এপ্রিল ২০১৮
বিকাল ০৭:৪৯, সোমবার

বিয়ের অনুষ্ঠানে নজরকাড়ল শাহরুখ-কন্যা সুহানা

আপডেট  01:18 PM, ডিসেম্বর ৩১ ২০১৭   Posted in : বিনোদন    

বিয়েরঅনুষ্ঠানেনজরকাড়লশাহরুখ-কন্যাসুহানা

বিনোদন ডেস্ক, ৩১ ডিসেম্বর : এ বছর বলিউড তারকা শাহরুখ খানের কন্যা সুহানাকে নিয়ে বি-টাউনে জোর জল্পনা হয়েছে। বছর শেষের আগেও ফের অনুরাগীদের নজর কাড়ল সুহানা।
 
সম্প্রতি এক আত্মীয়র বিয়েতে তার সাজসজ্জা নিয়ে বেশ আলোচনা হচ্ছে টিনশেল টাউনে। দারুণ আকর্ষণীয় সাজে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল শাহরুখ- গৌরি তনয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যেমে সামনে এসেছে।
 
জানা গেছে, ওই বিয়ের অনুষ্ঠান ছিল দিল্লিতে। সুহানাকে দেখে বোঝার উপায় ছিল না যে, তার বয়স মাত্র ১৭। সোনালি লেহেঙ্কায় লাস্যময়ী লাগছিল সুহানাকে। কেউ কেউ সুহানাকে বলিউডের ভবিষ্যত সুপারস্টার হিসেবেও কল্পনা শুরু করেছে অনেকে।
 

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul