adimage

২২ মে ২০১৮
সকাল ০৬:১২, মঙ্গলবার

পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে শাবনূরের সিনেমা

আপডেট  03:35 AM, জানুয়ারী ০৬ ২০১৮   Posted in : বিনোদন    

পাঁচবছরপরপ্রেক্ষাগৃহেশাবনূরেরসিনেমা

বিনোদন ডেস্ক, ৬ জানুয়ারি : দীর্ঘ পাঁচ বছর পর ১১ জানুয়ারি মুক্তি পাবে শাবনূর অভিনীত নতুন ছবি এম এম সরকার ও বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’। সর্বশেষ শাবনূর অভিনীত ছবি মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর, মুস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’।

মাঝের সময়টাতে ‘এমনও তো প্রেম হয়’ ছবির শুটিং করলেও সেটির কাজ শেষ হয়নি। ‘পাগল মানুষ’-এর শুটিং শুরু হয়েছিল ২০১২ সালে। শুটিংয়ের সময় পরিচালক এম এম সরকারের আকস্মিক মৃত্যুর পর আটকে যায় ছবিটি। পরে পরিচালকের একসময়ের সহকারী বদিউল আলম খোকন ছবিটি পরিচালনার দায়িত্ব নেন। ছবিতে শাবনূরের নায়ক নবাগত শায়ের খান।

শাবনূর বলেন, ছবিটির প্রতি অনেক মায়া আমার। শ্রদ্ধেয় এম এম সরকারের ‘চাওয়া থেকে পাওয়া’য় আমি আর সালমান শাহ অভিনয় করেছিলাম। নতুন ছবিটির গল্প, চিত্রনাট্যও দারুণ। দীর্ঘদিন পর ভক্তরা আমাকে পর্দায় পাবে, ভাবতে ভালোই লাগছে।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের।এরপর অনেক হিট-সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul