adimage

১৬ Jun ২০১৯
সকাল ০৬:৫৮, রবিবার

ভেঙে গেল তানিয়া বৃষ্টির সংসার

আপডেট  02:57 AM, মার্চ ২২ ২০১৯   Posted in : বিনোদন    

ভেঙেগেলতানিয়াবৃষ্টিরসংসার

বিনোদন ডেস্ক, ২২ মার্চ : অনেকটা চুপিসারেই অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সাব্বির সিডনির একটি টেলিভিশনে কর্মরত। পাশাপাশি বেশকিছু টিভি নাটক প্রযোজনা করেন। তার প্রযোজনায় কাজ করতে গিয়ে পরিচয় হয় তানিয়ার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতে  ২০১৭ সালের ৩০ জুন বাগদান হয় তাদের।

তানিয়া জানান, ১ বছর আগে দুই পরিবারের সম্মতিতে এই বিবাহবিচ্ছেদ হয়। তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়াতে কথা বলেতে চান না বলেও জানান এই তরুণ অভিনেত্রী।

২০১২ সালে ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজে পা রাখা তানিয়া।  ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিয়া বৃষ্টির। এরপর ‘লাভার নাম্বার ওয়ান’, ‘আয়না সুন্দরী’, ‘যদি তুমি জানতে’ ছবিতে অভিনয় করেছেন।

এছাড়া নিয়মিতভাবে নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে হঠাৎ বিয়ে করেন তানিয়া। বিয়ের পর বেশ খানিকটা সময় মিডিয়াতে সরব ছিলেন না তানিয়া। সম্প্রতি তাকে আবারও শোবিজে সরব দেখা যাচ্ছে।

তানিয়া বৃষ্টি নিয়মিত অভিনয় করে নিজেকে আরও সমৃদ্ধ করবেন। সমৃদ্ধ করবেন শোবিজকে এমনটাই প্রত্যাশা তার সহকর্মীদের।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul