adimage

২১ অক্টোবর ২০১৯
বিকাল ০৫:০৭, সোমবার

‘বাপের ব্যাটা ফরহাদ’-‘ফটকবাজ ফজলু’

আপডেট  06:55 AM, Jun ০৪ ২০১৯   Posted in : বিনোদন    

‘বাপেরব্যাটাফরহাদ’-‘ফটকবাজফজলু’

বিনোদন ডেস্ক, ৪ জুন : অভিনেতা আনিসুর রহমান মিলন। ছোট-বড়, দুই পর্দাতেই তার সরব বিচরণ। দর্শক মহলেও মিলন আলাদা একটি জায়গা তৈরি করে নিয়েছেন। এবার তিনি ‘ফটকবাজ ফজলু’ ও ‘বাপের ব্যাটা ফরহাদ’ শিরোনামের নতুন দু’টি নাটকে অভিনয় করলেন। নাটক দু’টিতে মিলনের বিপরীতে অভিনয় করছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী ইরা শিকদার। গাজীপুর পুবাইলের বিভিন্ন লোকেশনে নাটক দুটির শুটিং শেষ হয়েছে।

আনিসুর রহমান মিলন বলেন, ‘ফটকবাজ ফজলু’ ও ‘বাপের ব্যাটা ফরহাদ’ দুইটি নাটকের গল্পটা অসাধারণ। আর কাজী সাইফ আহমেদ নাটক দু’টি খুবই যত্ন নিয়ে বানিয়েছেন। আশা করছি নাটক দু’টি দেখে দর্শক আনন্দ পাবেন।

‘ফটকাবাজ ফজলু’ শিরোনামের নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক ও ‘বাপের ব্যাটা ফরহাদ’ নাটকটি রচনা করেছেন বিদ্যুৎ রায়। আর এই দু’টি নাটক পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কাজী সাইফ আহমেদ। নাটকটি দু’টিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে–আনিসুর রহমান মিলন ও ইরা শিকদার।

এ দুইটি নাটক আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দেশের দুইটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul