adimage

২৩ সেপ্টেম্বর ২০১৯
বিকাল ০৭:৪৫, সোমবার

বক্স-অফিসে কাঁপাচ্ছে সালমানের ‘ভারত’

আপডেট  01:27 AM, Jun ০৮ ২০১৯   Posted in : বিনোদন    

বক্স-অফিসেকাঁপাচ্ছেসালমানের‘ভারত’

বিনোদন ডেস্ক, ৮ জুন : ঈদ উপলক্ষে বুধবার ভারতসহ বিশ্বের ৭০ দেশে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সালমান খান ও জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘ভারত’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছে সিনেমাটি। এটি যে প্রযোজকের ঘরে বড় অংক ঢোকাবে তা বলে দিচ্ছেন বিশ্লেষকরা।

বুধবার মুক্তি পেলেও অনেক আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। আর প্রথম দিনই সিনেমাহলগুলো ছিল হাউসফুল। ভারতে ৪৫০০ এরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ভারত৷ তাই স্বভাবতই ক্রেজ যে বেশ কিছুদিন থাকবে তা বলাই যায়৷

বিজনেস অ্যানালিস্ট এবং চিত্র সমালোচক তরণ আদর্শ জানান, দুবাই, অস্ট্রেলিয়া অনেক দেশেই এটি সবথেকে বড় রিলিজ৷

আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও রয়েছেন টাবু, সুনীল গ্রোভার, দিশা পাটানি, সতীশ কৌশিক, জ্যাকি শ্রফ প্রমুখ৷

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওড টু মাই ফাদার’ এর ওপর ভিত্তি করেই ২০১৮ সালে শ্যুটিং শুরু হয় ভারতের৷

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul