adimage

১৭ সেপ্টেম্বর ২০১৯
সকাল ০২:১৬, মঙ্গলবার

নিক-প্রিয়াঙ্কার সুপার হট ছবি ভাইরাল!

আপডেট  01:33 AM, Jul ৩০ ২০১৯   Posted in : বিনোদন    

নিক-প্রিয়াঙ্কারসুপারহটছবিভাইরাল!

বিনোদন ডেস্ক, ৩০ জুলাই : গত সপ্তাহে ছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। বার্থ ডে সেলিব্রেট করতে মিয়ামিতে সপরিবারে ছুটি কাটাতেন গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস।

এরপরে হলিডে যে আর শেষই হচ্ছে না। রোজই সুপার হট ছবিতে নেট দুনিয়া কাঁপাচ্ছেন নিক এবং প্রিয়াঙ্কা। মিয়ামির সমুদ্রে ইয়টে চড়ে ভাসতে ভাসতে সমুদ্রের জলেই পড়ে গেলেন নায়িকা। আবার কমলা রাঙা ভাইব্রেন্ট ড্রেসে প্রিয়াঙ্কার পোজও দারুণ হিট।

তবে এবারের ছবি অবশ্য সেসব কিছুকেই পিছনে ফেলে দিল। বেবি পিঙ্ক সি থ্রু বিকিনিতে ভিজে শরীরে প্রিয়াঙ্কা, আর ঘনিষ্ঠ নিক। একেবারে পারফেক্ট কম্বিনেশন। ওই একই পোশাকে অভিনেত্রীকে দেখা গেল সি বাইকিং করতেও।

এছাড়া, প্রিয়াঙ্কার জন্মদিন সেলিব্রেট করতে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা সকলেই উপস্তিত ছিলেন। ছিলেন মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়াও।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul