adimage

১৭ সেপ্টেম্বর ২০১৯
সকাল ০২:৪১, মঙ্গলবার

এবার অক্ষয়-আমির মুখোমুখি

আপডেট  01:41 AM, Jul ৩০ ২০১৯   Posted in : বিনোদন    

এবারঅক্ষয়-আমিরমুখোমুখি

বিনোদন ডেস্ক, ৩০ জুলাই : বলিউডের দুই সুপারস্টারের বক্স অফিস প্রতিযোগিতা এর আগেও দেখা গেছে। কিন্তু এই প্রথমবার মুখোমুখি হবেন আমির খান এবং অক্ষয়কুমার। আগামী বছর ক্রিসমাসে আসছে আমিরের ‘লাল সিং চড্ডা’। সম্প্রতি অক্ষয় ঘোষণা করেছেন, ওই দিনে তিনি ‘বচ্চন পাণ্ডে’ নিয়ে আসবেন। স্বাভাবিক ভাবেই হারজিৎ] নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
 
অনেক সময় দেখা যায়, সুপারস্টাররা নিজেদের মধ্যে আলোচনা করে সিনেমা মুক্তির দিন এগিয়ে-পিছিয়ে নিয়েছেন। যেমনটা আগামী ১৫ অগস্টের জন্য করলেন ‘সাহো’র নির্মাতারা। ওই দিন একই সঙ্গে অক্ষয়, প্রভাস এবং জন আব্রাহামের সিনেমা রিলিজ়ের কথা ছিল। আগামী বছরের ঈদে অক্ষয়ের ‘সূর্যবংশী’র সঙ্গে রিলিজ় ছিল সালমানের ‘ইনশাল্লাহ’র।
 
সালমানের অনুরোধে পরিচালক রোহিত শেঠি ‘সূর্যবংশী’র রিলিজের দিন এগিয়ে  নিয়ে আসেন। আবার দু’পক্ষই অনড় থেকেছেন, এমনটাও ঘটেছে। শাহরুখ খানের ‘রইস’ আর হৃতিক রোশনের ‘কাবিল’ একই দিনে মুক্তি পেয়েছিল। তেমনই শাহরুখের ‘দিলওয়ালে’ এবং রণবীর সিংহের ‘বাজিরাও মাস্তানি’। হৃতিকের ‘মহেঞ্জো দরো’র সঙ্গে রিলিজ় করে অক্ষয়ের ‘রুস্তম’। বক্স অফিসের লড়াইয়ে হার-জিৎ হবেই।
 
এখন অক্ষয় বা আমির কেউ কাউকে ছাড়বেন কি না, সেটাই দেখার বিষয়।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul