adimage

২৪ সেপ্টেম্বর ২০১৯
সকাল ১২:০৭, মঙ্গলবার

‘ম্যায় হু না’ সিনেমার নায়ক ছিলেন ঋত্বিক!

আপডেট  12:24 AM, Jul ৩১ ২০১৯   Posted in : বিনোদন    

‘ম্যায়হুনা’সিনেমারনায়কছিলেনঋত্বিক!

বিনোদন ডেস্ক, ৩১ জুলাই : বলিউডের কোরিওগ্রাফার ফারাহ খান প্রথমবার ‘ম্যায় হু না’ ছবির মাধ্যমে পরিচালনায় আসেন। ছবির প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আরও তিনজন তারকা। তারা হলেন সুস্মিতা সেন, অমৃতা রাও এবং জায়েদ খান।  

ছবিটি যারা দেখেছেন এই চার অভিনয় শিল্পীর চরিত্র ও অভিনয় সম্পর্কে সবাই অবগত। জানেন কি? গল্পে শাহরুখ খানের ভাইয়ের চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন ঋত্বিক রোশন।  

টাইমস অব ইন্ডিয়ার খবর, মূলত ‘কাভি খুশি কাভি গাম’ ছবির পর ‘ম্যায় হু না’তেও একই অফার আসে ঋত্বিকের কাছে।

কিন্তু রাকেশ রোশন চাইছিলেন তার ছেলে একাধিক অভিনেতার সঙ্গে কাজ না করে নিজের একক চরিত্রের দিকে ফোকাস হোক। এই বিষয়টি ফারাহও বুঝতে পেরেছিলেন   তাইতো পরবর্তীতে তিনি শাহরুখের ভাই হিসেবে জায়েদ খানকেই চূড়ান্ত করেন।

এখন বলা যেতেই পারে ছবিতে ঋত্বিক যদি কাজ করতেন সেখানে কতটা অভিনয়ের সুযোগ ছিল তার। সেইসঙ্গে নিজেকে মেলে ধরতে পারতেন তিনি।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul