adimage

১৭ সেপ্টেম্বর ২০১৯
সকাল ০৩:০৬, মঙ্গলবার

বিয়ের পর প্রথম ছবির কাজে অংশ নিলেন নুসরাত

আপডেট  05:50 AM, অগাস্ট ১৭ ২০১৯   Posted in : বিনোদন    

বিয়েরপরপ্রথমছবিরকাজেঅংশনিলেননুসরাত

বিনোদন ডেস্ক, ১৭ আগস্ট : বিয়ে, রিসেপশন, সংসদে শপথ পাঠ, হানিমুন, নির্বাচনী এলাকা পরিদর্শন শেষে সিনেমার কাজে হাত দিয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। বেশ কিছুদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল,  রাজনীতিতে যোগ দেওয়ার পর অভিনয়ের কাজে নিয়মিত হতে পারবেন না অভিনেত্রী। তবে সব দায়িত্ব সামলে কাজে ফিরেছেন তিনি।

সাংসদ হওয়ার পর প্রথমবার পাভেলের ছবি দিয়েই আবারও কাজে ফিরেছেন নুসরাত। ছবির নাম ‘অসুর’। এই ছবিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে টালিউডের দুই বাঘা অভিনেতাকে। অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায় ও জিৎ।

ভারতীয় গণমাধ্যম জানায়, ১৩ আগস্ট মঙ্গলবার শহরতলীর এক স্টুডিওতে শুরু হয়েছে ‘অসুর’-এর কাজ। এখানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন অভিনেত্রী। বেশ উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজে অংশ নেন তিনি।

পরিচালক পাভেল তার নতুন ছবি নিয়ে বেশ আশাবাদী। ‘অসুর’ প্রসঙ্গে পরিচালক পাভেল বলেন, ‘অসুর’ তিন বন্ধুর প্রেম-ভালোবাসার কাহিনী। তবে তাদের সম্পর্কের পেছনে শিল্পকলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul