adimage

২২ অগাস্ট ২০১৮
সকাল ১২:০৪, বুধবার

বলিউডে যৌন নিগ্রহ নিয়ে মুখ খুললেন সোনম

আপডেট  01:35 AM, জানুয়ারী ৩১ ২০১৮   Posted in : বিনোদন    

বলিউডেযৌননিগ্রহনিয়েমুখখুললেনসোনম

বিনোদন ডেস্ক, ৩১ জানুয়ারি : বলিউডে যৌন নিগ্রহে অভিনেত্রীর নীরবতা নিয়ে অবশেষে মুখ খুললেন সোনম কাপুর। মঙ্গলবার একটি সাক্ষাতকারে তিনি বলেন, শুধু বলিউডেই নয়, তার প্রতিবাদ সারা বিশ্বে মেয়েদের উপর ঘটে চলা যৌন নিগ্রহের ঘটনায়। নিগ্রহকারীদের বিরুদ্ধে মুখ খোলার দায়িত্ব সবার এবং সমাজের দায়িত্ব সেই আওয়াজ শোনার।

যৌন নিগ্রহ সম্পর্কে বলিউডের নীরবতা নিয়ে প্রশ্নের জবাবে সোনম বলেন, পেশাগত সমস্যা বা ক্যারিয়ার হারানো নয়, সমাজে নিজের অপবাদের ভয়ে অভিনেত্রীরা চুপ থাকেন। তাছাড়া সমাজ উল্টে নিগৃহীতাকেই দোষ দেয়। কিন্তু দেরিতে হলেও সত্যিটা একদিন প্রকাশ পাবেই।

চলতি মাসের শুরুতে অস্কার পুরস্কারে হলিউডের মি টু এবং টাইমস আপ প্রচারকে অভিনন্দন জানিয়েছিলেন সোনম। অবশ্য এজন্য তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়। কারণ গত বছর হৃতিকের সঙ্গে ঝামেলার সময় কঙ্গনার পাশে দাঁড়াননি তিনি। যদিও এনিয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি ৩২ বছরের অভিনেত্রী।         ‌‌


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul