adimage

১৭ নভেম্বর ২০১৯
সকাল ০৪:২২, রবিবার

মোশাররফ করিমের নতুন ধারাবাহিক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’

আপডেট  01:38 AM, অক্টোবর ০৫ ২০১৯   Posted in : বিনোদন    

মোশাররফকরিমেরনতুনধারাবাহিক‘হোসেনভাইয়েরদোকানেআসামানুষজন’

বিনোদন ডেস্ক, ৫ অক্টোবর : ৫ অক্টোবর, শনিবার থেকে শুরু হচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন ধারাবাহিক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’।  আশরাফুল চঞ্চল-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস্ করিম। জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০ টায় প্রচারিত হবে নাটকটি।

নাটকটির প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। জনপ্রিয় এই অভিনেতার নিজের প্রোডাকশন হাউস ‘এম প্রোডাকশন’ থেকে নাটকটি প্রযোজনা করা হয়েছে। এরই মধ্যে নাটকের ত্রিশ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। বাকি পর্বগুলো সামনের মাস থেকে শুটিং শুরু হবে।

নতুন এই ধারাবাহিকের গল্প নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন,‘কিছু সাধারণ মানুষের অসাধারণ টুকরো টুকরো গল্প নিয়েই এই নাটকটি এগিয়ে যাবে। নাটকের চিত্রনাট্য আর গল্পের গভীরতা দেখেই এই নাটকটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছি। আশা করছি দর্শকেরা একদম হৃদয় থেকে নাটকটি গ্রহণ করবেন।’

মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আ খ ম হাসান,গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুলসহ আরও অনেকে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul