adimage

১৫ অক্টোবর ২০১৯
সকাল ০২:১৮, মঙ্গলবার

একাই লড়বেন মৌসুমী

আপডেট  01:59 AM, অক্টোবর ০৬ ২০১৯   Posted in : বিনোদন    

একাইলড়বেনমৌসুমী

বিনোদন ডেস্ক, ৬ অক্টোবর : কোনও প্যানেলের হয়ে নয় সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন মৌসুমী। যদিও শুরু থেকে ডি এ তায়েবকে নিয়ে প্যানেল তৈরির ঘোষণা দিয়ে আসছিলেন এই অভিনেত্রী।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সন্তোষজনক প্রার্থী না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন মৌসুমী।

জানা গেছে, প্যানেল তৈরিতে যাদের প্রত্যাশা করা হয়েছিল তাদের অনেকেই সই করেন নি নির্ধারিত ফর্মে।

এ জন্য প্রতিপক্ষ মিশা-জায়েদ প্যানেলের প্রতি অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, প্যানেলের সম্ভাব্য সদস্যদের ভয়-ভীতি দেখানোয় অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) এফডিসিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul