adimage

১৬ অক্টোবর ২০১৮
বিকাল ০৯:১২, মঙ্গলবার

গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

আপডেট  09:57 AM, ফেব্রুয়ারী ০৬ ২০১৮   Posted in : রাজনীতি    

গুলশানেরবাসভবনফিরোজায়পৌঁছেছেনখালেদাজিয়া

ঢাকা, ৬ ফেব্রুয়ারি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে একদিনের সফর শেষে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন।

মঙ্গলবার ভোর সোয়া ৪টায় নিজ বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন।চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

সোমবার রাত ৯টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে রওনা হন খালেদা জিয়া। বিকাল ৪টার দিকে সিলেট শহরে পৌঁছান তিনি।

সিলেট পৌঁছে প্রায় ২ ঘণ্টা সার্কিট হাউসে অবস্থান শেষে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপিপ্রধান।

এর পর রাত ৮টার দিকে সার্কিট হাউসে পৌঁছে সিলেটের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সার্কিট হাউসে রাতের খাবার শেষে সড়কপথেই ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়ের আগে বাংলাদেশের দুই আদি মুসলিম দরবেশের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে একদিনের সফর শেষে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul