adimage

২১ মে ২০১৯
বিকাল ০৪:৫৯, মঙ্গলবার

চকবাজার আগুনে হতাহতদের জন্য দোয়ায় রাষ্ট্রপতির অংশগ্রহণ

আপডেট  12:55 PM, ফেব্রুয়ারী ২২ ২০১৯   Posted in : রাজনীতি    

চকবাজারআগুনেহতাহতদেরজন্যদোয়ায়রাষ্ট্রপতিরঅংশগ্রহণ

ঢাকা, ২২ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বাদ জুমা বঙ্গভবন জামে মসজিদে রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে হতাহতদের জন্য আয়োজিত বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন।

নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থ্যতা কামনা করে আয়োজিত এ মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্কারী মো. ইনামুল হক।   

এ সময় দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

রাষ্ট্রপতির পুত্র রেদোয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রেস সচিব মো. জয়নাল আবেদিনসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারিরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul