adimage

১৭ নভেম্বর ২০১৯
সকাল ০৪:০৭, রবিবার

শপথ নিলেন সাদ এরশাদ

আপডেট  07:42 AM, অক্টোবর ১০ ২০১৯   Posted in : রাজনীতি    

শপথনিলেনসাদএরশাদ

ঢাকা, ১০ অক্টোবর :  রংপুর-৩ আসনের উপনির্বাচনে জয়ী হওয়া সাবেক প্রেসিডেন্ট এরশাদপুত্র রাহাগীর আল মাহি সাদ এরশাদ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার  বেলা ১২টায় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

এ সময়  উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ মোঃ সামশুল হক এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং সৈয়দা জাকিয়া নূর এমপি।

শপথ গ্রহণ শেষে সাদ এরশাদ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হন সাদ এরশাদ। ১৭৫ কেন্দ্রে তিনি পান ৫৮ হাজার ৮৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পান ১৪ হাজার ৯৮৪ ভোট।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul