adimage

১৬ নভেম্বর ২০১৯
সকাল ১২:৫৫, শনিবার

খোকার কুলখানি রোববার

আপডেট  02:35 AM, নভেম্বর ০৯ ২০১৯   Posted in : রাজনীতি    

খোকারকুলখানিরোববার

ঢাকা, ৯ নভেম্বর : বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি আগামী রোববার। এদিন ব্রাদার্স ইউনিয়ন মাঠে বাদ আসর এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একইসঙ্গে রাজধানীর গোপিবাগে তার বাসভবনেও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে বলে খোকার পারিবারিক সূত্র জানিয়েছে।

গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মৃত্যুবরণ করেন। সেখানে প্রথম জানাজা শেষে বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আনা হয়।

লাখো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত সাদেক হোসেন খোকাকে চার দফা জানাজা শেষে বৃহস্পতিবারই জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে অন্তিম শয্যায় শায়িত করা হয়।


সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul