adimage

১৯ মার্চ ২০১৮
বিকাল ০৪:৫৫, সোমবার

জেএসসি-জেডিসিতে পাস ৮৩.৬৫%

আপডেট  12:31 PM, ডিসেম্বর ৩০ ২০১৭   Posted in : শিক্ষাঙ্গন    

জেএসসি-জেডিসিতেপাস৮৩.৬৫%

ঢাকা, ৩০ ডিসেম্বর : অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ বছর ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন।

শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ বছর দেশের আট শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে ৮৩ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার পাস করেছে ৮৬ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী।

গত বছর জেএসসি ও জেডিসিতে সম্মিলিতভাবে পাসের হার ছিল ৯৩ দশমিক ০৩ শতাংশ। সে হিসেবে এ বছর জেএসসি ও জেডিসিতে সম্মিলিতভাবে পাসের হার ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে।

জেএসসি-জেডিসির ফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এসএমএসে ফল পাওয়া যাবে। এক্ষেত্রে যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জেএসসি/জেডিসির ফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলেও জেএসসি-জেডিসির ফলাফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। প্রয়োজনে তাদের কাছ থেকেও ফল সংগ্রহ করা যাবে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul