adimage

১৫ ডিসেম্বর ২০১৮
বিকাল ১০:১৭, শনিবার

জঙ্গিবাদে বিশ্বাসী হয়েই জাফর ইকবালের ওপর হামলা: র‌্যাব

আপডেট  11:22 AM, মার্চ ০৪ ২০১৮   Posted in : সিলেট    

জঙ্গিবাদেবিশ্বাসীহয়েইজাফরইকবালেরওপরহামলা:র‌্যাব

সিলেট, ৪ মার্চ : বাদে বিশ্বাসী হয়েই লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর  ফয়জুর রহমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব-৯–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (সিও) আলী হায়দার আজাদ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, ফয়জুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- জঙ্গিবাদে বিশ্বাসী হয়েই সে হামলা চালিয়েছে। শারীরিকবাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

র‌্যাব কর্মকর্তা হায়দার বলেন, ফয়জুরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশই মামলার তদন্ত করবে।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত র‌্যাব জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

শনিবার বিকেলে শাবি ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যপক জাফর ইকবাল। আহতাবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল থেকেই আটক করা হয় হামলাকারী ফয়জুরকে।

পরে রাতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তার চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কমুক্ত।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, আসামি শারীরিকভাবে আহত হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিছৎাসা দেওয়া হচ্ছে। পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। -সমকাল

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul