adimage

১৭ ডিসেম্বর ২০১৮
বিকাল ০২:০২, সোমবার

জাফর ইকবালের ওপর হামলাকারীর চাচা আটক

আপডেট  11:28 AM, মার্চ ০৪ ২০১৮   Posted in : সিলেট    

জাফরইকবালেরওপরহামলাকারীরচাচাআটক

সুনামগঞ্জ, ৪ মার্চ : অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুরের চাচা আবুল কাহার লুলইকে (৫৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। আজ রবিবার সকালে দিরাই উপজেলার কলিয়ার কাপন থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জের দিরাই থানা এসআই (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদস্যরা লুলইকে আটক করে। এর আগে হামলাকারী ফয়জুরের মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগে যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমানকে সিলেট থেকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামে এক যুবক। হামলার পর অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) আনা হয় তাকে।সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul