adimage

১৪ অগাস্ট ২০১৮
বিকাল ০৫:০৫, মঙ্গলবার

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট  09:12 AM, ফেব্রুয়ারী ০৮ ২০১৮   Posted in : স্পোর্টস    

টসহেরেফিল্ডিংয়েবাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ৮ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে প্রথমে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আগের টেস্টে টস ভাগ্যকে পাশে পেয়েছিলেন মাহমুদউল্লাহ। এবার জিতলেন শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্দিমাল। বেছে নিলেন বোলিং।

শের-ই-বাংলা স্টেডিয়ামে কুয়াশার চাদর পুরোপুরি সরে যায়নি। চারপাশ একটু ঘোলাটে। সকালের কন্ডিশন একটু উৎসাহ জোগাতে পারত বোলিং নিতে। কিন্তু টেস্ট মাচ মানে তো শুধু প্রথম সকাল নয়। উইকেট স্পিনারদের পক্ষে কথা বলতে পারে জোর অনুমান। সেক্ষেত্রে পরে ব্যাটিং করতে চাইবে না কোনো দলই। টস জিতে চান্দিমালের মুখে যে হাসি দেখা গেল, সেটির কারণ বুঝতে সমস্যা হওয়ার কথা নয়।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul