adimage

২৭ মে ২০১৮
সকাল ০৭:২৮, রবিবার

জিম্বাবুয়ে দল ঢাকায় আসছে আজ

আপডেট  04:06 AM, জানুয়ারী ১২ ২০১৮   Posted in : স্পোর্টস    

জিম্বাবুয়েদলঢাকায়আসছেআজ

স্পোর্টস ডেস্ক, ১২ জানুয়ারি : দুই দফা সময় পিছিয়ে আজ বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শুক্রবার বিকাল পাঁচটা ও রাত ১১টায় দুই ভাগে ঢাকায় অবতরণ করবে দলটি। প্রথমে তাদের আসার কথা ছিল ১০ জানুয়ারি। এরপর সময় পিছিয়ে তারা ১১ জানুয়ারি আসার কথা বলেছিল। কিন্তু সেই সময়ও তারা পিছিয়ে দেয়।

জানা গেছে, বাংলাদেশে আসার বিমানের টিকিট নাকি তারা আগে থেকে বুকিং দিয়ে রাখেনি। যে কারণে তাদের এই ঝামেলায় পড়তে হয়েছে। আসতে দেরি করায় বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচটিও বাতিল করা হয়েছে। আগামীকাল (শনিবার) ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগামী ১৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজটি শেষ হবে আগামী ২৭ জানুয়ারি। এরপর দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul