adimage

২৪ ফেব্রুয়ারী ২০১৯
সকাল ০৩:২১, রবিবার

টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ

আপডেট  01:27 AM, জানুয়ারী ৩০ ২০১৮   Posted in : স্পোর্টস    

টেস্টসিরিজজিততেচায়বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ৩০ জানুয়ারি : বুধবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ ও শ্রীলংকা দল। সকালে টাইগার এবং বিকেলে লংকানরা অনুশীলন করেছে প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ঘরের মাঠে শ্রীলংকার সঙ্গে টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ। একথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিনহাজুল বলেন, 'আমরা এই টেস্ট জিততে চাই। ঘরের মাঠে ভালো ক্রিকেট খেলতে চাই। এজন্য যেভাবে একাদশ সাজানো দরকার সেভাবেই সাজানো হবে।'

প্রাথমিক দলে ছয়জন স্পিনারের ডাক পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, টেস্ট ক্রিকেটে বরাবরই আমরা ঘরের মাঠে স্পিনারদের ওপর নির্ভর করে থাকি। সাকিব ইনজুরির কারণে দলের বাইরে চলে যাওয়ায় সানজামুল ও তানভীরকে ডাকা হয়েছে। সানজামুলের টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। সে একটা টেস্ট ম্যাচও খেলেনি। দলে তাইজুল রয়েছে। সেও দক্ষিণ আফ্রিকায় ভালো করেনি।

তাই স্পিন আক্রমণে একজন অতিরিক্ত অভিজ্ঞ স্পিনারের প্রয়োজন দেখা দেয়। সেই দিকটি বিবেচনা করেই রাজ্জাককে ডাকা হয়েছে। তার অভিজ্ঞতা আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। আগেও সে টেস্ট ম্যাচ খেলেছে। হঠাৎ আমরা রাজ্জাককে ডাকিনি। সে আমাদের বিবেচনায় আগে থেকেই ছিল। আমরা সবসময় ঘরোয়া লীগের ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর রাখি। কেউ যদি ভালো করে এবং দলে যদি কোনো সুযোগ সৃষ্টি হয়, তাহলে তার ডাক পড়ে।

তিনি বলেন, 'রাজ্জাককে যদি হুট করে ডাকতাম, তাহলে তো সে যথাসময়ে অনুশীলনে যোগ দিতে পারত না। কিন্তু দেখেন, আজ (সোমবার) প্রথম দিন যে অনুশীলন হয়েছে, তাতেই সে যোগ দিয়েছে। কাল আরও এক সেশন দল প্র্যাকটিস করবে। সেই সেশন দেখার পর ঠিক করা হবে মূল দলে কে থাকবে, আর কে থাকবে না।'

অনুশীলনের এক ফাঁকে উইকেট দেখেছেন শ্রীলংকার কোচ হাথুরুসিংহে। বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশারকেও উইকেট পর্যবেক্ষণ করতে দেখা যায়। টেস্টের জন্য দুটি উইকেট প্রস্তুত করা হয়েছে। শেষ পর্যন্ত কোনটাতে ম্যাচ হবে তা সোমবার পর্যন্ত ঠিক হয়নি বলে জানা গেছে। -যুগান্তর

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul