adimage

১৫ অক্টোবর ২০১৯
সকাল ০৩:১৭, মঙ্গলবার

এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হল কাটার মাষ্টার মুস্তাফিজকে

আপডেট  07:28 AM, অক্টোবর ১০ ২০১৯   Posted in : স্পোর্টস    

এয়ারপোর্টথেকেফেরতআসতেহলকাটারমাষ্টারমুস্তাফিজকে

স্পোর্টস ডেস্ক, ১০ অক্টোবর : রংপুরের বিপক্ষে জাতীয় লিগের প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার  ঢাকা থেকে যশোর যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু সেখানে গিয়ে শোনেন জাতীয় লিগের প্রথম ম্যাচ খেলা হচ্ছেনা তার। ফলে এয়ারপোর্ট থেকেই ফেরত আসতে হয় তাকে।
 
বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে ফিট রাখতে জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নিষেধ করেছেন। একেবারে শেষ মুহুর্তে এই নিষেধাজ্ঞা জারি হওয়ায় আগে থেকে তা জানা ছিল না মুস্তাফিজের। তাই বিমানবন্দরে যাওয়ার পরে তা জানতে পারেন তিনি।

ফলে সেখান থেকেই ফেরত আসতে হয় মুস্তাফিজকে। প্রসঙ্গত, দ্য ফিজ খ্যাত মোস্তাফিজ এখনও পুরোপুরি চোটমুক্ত নন। আগামী মাসে ভারত সফরে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ তিনি যাতে ফিট থেকে খেলতে পারেন সেজন্য জাতীয় লিগে তাকে খেলানোর পক্ষে নন ফিজিও।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul