adimage

২১ Jun ২০১৮
বিকাল ১১:৩২, বৃহস্পতিবার

গীতিকার সালমান, প্রেমিকা শিল্পী!

আপডেট  07:00 PM, মে ২৬ ২০১৮   Posted in : বিনোদন    

গীতিকারসালমান,প্রেমিকাশিল্পী!

বিনোদন ডেস্ক, ২৭ মে : বলিউডের ভাইজান সালমান খান এখন গীতিকারও বটে। এই প্রথম গান লিখলেন তিনি। ‘সেলফিশ’ শিরোনামের গানটি সালমান লিখেছেন তার নির্মিতব্য ‘রেস ৩’ চলচ্চিত্রের জন্য। তার লেখা গানটি গাইবেন ইউলিয়া ভান্তুর ও আতিফ আসলাম।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ২৪ মে এ কথা জানানো হয়।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ‘রেস ৩’-এর কলাকুশলীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার পর এক টুকরো কাগজে গানটি লিখে ফেলেন সালমান খান। এতে সুর দেন সংগীতপরিচালক বিশাল মিশ্র।

গানটি তৈরি হয়ে গেছে বলেও জানানো হয় প্রতিবেদনটিতে। এতে বলা হয়, সম্ভবত আতিফ আসলাম এবং সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরের কণ্ঠে শোনা যাবে গানটি।

রেমো ফার্নান্দেজ পরিচালিত ‘রেস’ সিরিজের তৃতীয় কিস্তিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন সাকিব সালিম, ডেইজি শাহ, অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ প্রমুখ।

আগামী ১৫ জুন ‘রেস ৩’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সর্বাধিক পঠিত

Comments

এই পেইজের আরও খবর

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

nazrul