Print Paper - www.news69bd.com - Publish Date : 24 September 2018

আরাধ্যকে বিব্রত করে ছবি না করার সিদ্ধান্ত অভিষেকের

আরাধ্যকে বিব্রত করে ছবি না করার সিদ্ধান্ত অভিষেকের

বিনোদন ডেস্ক, ২৪ সেপ্টেম্বর : দুই বছর পর অভিষেক বচ্চন বলিউডে ফিরেছেন অনুরাগ কাশয়াপ পরিচালিত রোমান্টিক ড্রামা ‘মনমর্জিয়া’ ছবির মাধ্যমে। 

এরই মধ্যে অভিষেক বচ্চন নতুন ছবি ‘গোলাপজামুন’ এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন স্ত্রী ঐশ্বরিয়া রাই। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে মেয়ে আরাধ্য দেখতে পারে এমন সব ছবিতে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন তিনি।  এ ব্যাপারে অভিষেক বলেন, ‘ যখন আমি ছবি পছন্দ করতে যাই তখন আরাধ্যর কথা মনে করি। আমি এমন কোনো ছবিতে অভিনয় করতে চাই না যেটা দেখলে আরাধ্য বিব্রত বোধ করবে।’

অভিষেক জানান তিনি বা ঐশ্বরিয়া কখনোই আরাধ্যকে পেশা নির্বাচনের জন্য জোর করবেন না। তার যেটা ভাল লাগবে সেটাই সে করবে। সে যা করতে চাইবে তাতেই তারা তাকে সহযোগিতা করবেন।

ওই অনুষ্ঠানে অভিষেক নিজের বাবা-মা অমিতাভ এবং জয়া বচ্চনের প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ‘বাবা কখনোই কাজ বাসায় নিয়ে আসতেন না। শুধুমাত্র ‘ইনসানিয়াত’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে বাবা একদিন দুপুরে পুলিশের ইউনিফর্ম পরে বাসায় এসেছিলেন খেতে। এছাড়া কখনোই আমরা চলচ্চিত্র তারকার ছেলেমেয়ে হিসেবে বেড়ে উঠিনি। তখন আমাদের বাসায় ফিল্ম ম্যাগাজিন আসা বন্ধ ছিল। প্রেসের উপরও নিষেধাজ্ঞা ছিল। বহুদিন পর্যন্ত আমাদের চলচ্চিত্র শিল্প সম্পর্কে কোনো ধারনা ছিল না।আর দশজন মানুষের মতোই আমাদের জীবনযাপন সাধারন ছিল।’ 

‘গোলাপজামুন’ ছবিটি পরিচালনা করছেন সারভেশ মেওয়ারা। শোনা যাচ্ছে আগামী বছর ছবিটির শুটিং শুরু হবে। সূত্র : ইন্ডিয়া টুডে