Print Paper - www.news69bd.com - Publish Date : 31 January 2019

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহ, ৩১ জানুয়ারি : ময়মনসিংহের শেরপুর সড়কের উপজেলায় প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন  আরও তিনজন।

বুধবার রাত ৩টার দিকে ফুলপুর-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হামিদ মেম্বার (৬০) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫৫) এবং শফিকুল ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি শেরপুরে বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, প্রাইভেটকারে ছয়জন শেরপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে ওই এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।