Print Paper - www.news69bd.com - Publish Date : 22 March 2019

জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তানের প্রাথমিক পদক্ষেপ ইতিবাচক: যুক্তরাষ্ট্র

জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে পাকিস্তানের প্রাথমিক পদক্ষেপ ইতিবাচক: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ২২ মার্চ : জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে নেয়া পাকিস্তানের প্রাথমিক পদক্ষেপকে আমরা ইতিবাচক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজের এক পদস্থ কর্মকর্তা সাংবাদিকদের একথা জানান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। তবে বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পাকিস্তান। জইশ-ই-মোহম্মদের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের ওপর প্রশাসনিকভাবে দখল নিয়েছে তারা। এগুলোকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি।

হোয়াইট হাউজের এই কর্মকর্তা বলেন, আমরা দেখতে চাই পাকিস্তান জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তাইয়েবার মতো সংগঠনগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নিচ্ছে। আমরা নিশ্চিত হতে চাই যে এই ভূখণ্ডে বা অন্য কোথাও সন্ত্রাসবাদের কারণে নতুন করে কোনও সমস্যা হচ্ছে না।

তিনি বলেন, পাকিস্তান যদি সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে আবারও ভারতের সঙ্গে তাদের কোনও সমস্যা হতে পারে, যা সবার জন্য খারাপ পরিণতি ডেকে আনবে। এই ধরনের উত্তেজনা কোনোভাবেই কাম্য নয়।